সেলিম মমিন ও শাহনাওয়াজের কণ্ঠে 'রাজবংশী/কামতাপুরী' ভাষায় প্রথম বাউল ঘরানার গান "ভাল বাসোং কবারে পায় না "। সম্ভবতঃ এটাই প্রথম 'রাজবংশী/কামতাপুরী' ভাষার প্রথম বাউল গান । রফিকুল ইসলাম অভিনয়ের পাশাপাশি গানটির লেখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকায় ছিলেন । সেলিম মোমিন ও শাহনাজ প্রামাণিকের কন্ঠে প্রাণ পেয়েছে এই রাজবংশী ভাষার গান টি । সঙ্গীত দিয়েছেন শুভ্র পাল ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊