বাউল গান তো আমরা অনেক শুনেছি কিন্তু কখনও কি রাজবংশী ভাষায় বাউল গান শুনেছি। মনে হচ্ছে না। এবার সেই স্বাদ নিয়ে এল সেলিম মমিন। মন পাখি প্রোডাকশনে যার গলায় অনেক গানই শুনেছেন আপনারা।


সেলিম মমিন ও শাহনাওয়াজের কণ্ঠে 'রাজবংশী/কামতাপুরী' ভাষায় প্রথম বাউল ঘরানার গান "ভাল বাসোং কবারে পায় না "। সম্ভবতঃ এটাই প্রথম 'রাজবংশী/কামতাপুরী' ভাষার প্রথম বাউল গান । রফিকুল ইসলাম অভিনয়ের পাশাপাশি গানটির লেখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকায় ছিলেন । সেলিম মোমিন ও শাহনাজ প্রামাণিকের কন্ঠে প্রাণ পেয়েছে এই রাজবংশী ভাষার গান টি । সঙ্গীত দিয়েছেন শুভ্র পাল ।

প্রসঙ্গত, উভয়ে দীর্ঘদিন ধরে 'রাজবংশী/কামতাপুরী' ভাষায় গানের মাধ্যমে কোচবিহারের ঐতিহাসিক নিদর্শন, সংস্কৃতি, আচার অনুষ্ঠান, খাদ্যাভ্যাস নিয়ে গান ও ভিডিও তৈরি করে আসছেন । কোচবিহারের রাসের মেলা ও হামরা কোচবিহার বাসি গান দুটিও তাদের সৃষ্টি ।

শুনে নেওয়া যাক সেই গানটি -----