নিজস্ব প্রতিনিধি,ময়নাগুড়ি, ১৫ জুলাই :
আজ বুধবার গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপির ডেপুটেশন। উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপির বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের হত্যার প্রতিবাদে ও সিবিআই তদন্তের দাবি নিয়ে ময়নাগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ জানায় বিজেপি।
জানা যায়, এ'দিন ময়নাগুড়ির সুভাষনগরের বিজেপির মধ্য মন্ডলের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু করা হয় । এবং তারা মিছিল করে ময়নাগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । মিছিল দেখেই নিরাপত্তার জন্য ময়নাগুড়ি থানা চত্বরে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। এরপর ময়নাগুড়ি থানার আইসির হাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিভিন্ন দাবিতে ডেপুটেশন তুলে দেন বিজেপি কর্মিরা।
বিজেপির মধ্য মন্ডলের সভাপতি সুব্রত কর্মকার বলেন, " আজকে গোটা রাজ্যের পাশাপাশি আমরা ময়নাগুড়ি বিধানসভার ময়নাগুড়ি থানায় ডেপুটেশন দিলাম। মূলত রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজকের এই ডেপুটেশন। ডেপুটেশনের মধ্য দিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।''
পাশাপাশি তিনি বলেন, ''প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। একজন বিধায়কের ঝুলন্ত দেহ খুন করে রাখা হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে ঘুরছে বিভিন্ন প্রশ্ন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊