Latest News

6/recent/ticker-posts

Ad Code

COVID19-এ আক্রান্ত ক্রীড়া মন্ত্রীর স্ত্রী


COVID19-এ আক্রান্ত ক্রীড়া মন্ত্রী লক্ষীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল

করোনা যোদ্ধা আজ করোনায় আক্রান্ত। যে মানুষটা সারাক্ষন অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, আজ তিনিই আক্রান্ত। সকাল থেকে রাত পর্যন্ত যে মানুষটা কোনো ভয় না করে করোনা রোগীদের সেবা করে এসেছেন, আজ তিনিই করোনা আক্রান্ত। হ্যাঁ, তিনি হলে স্মিতা সান্যাল শুক্লা,WBCS (Exe) Programme Officer-1, NHM and Deputy Secretary, H&FW Deptt. করোনার ভয়ে যখন সবাই গৃহবন্দী, তখন তিনি ছুটে চলেছিলেন সারাক্ষন শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মূহুর্তে লড়ে গিয়েছেন কোভিড রোগীদের জন্য। দীর্ঘ চারমাস ধরে করোনা রোগীদের জন্য নিজেকে ব্যস্ত রেখেছিলেন। কিন্তু গতকাল তার কোভিড টেস্ট করলে পজিটিভ রেজাল্ট আসে বলে জানান তার স্বামী তথা এ রাজ্যের ক্রীড়া মন্ত্রী লক্ষীরতন শুক্লা নিজেই। এখন তিনি পুরোপুরি কোয়ারেন্টাইন।

মাননীয় লক্ষীরতন শুক্লা জানান, একমুহূর্তে তিনি ও তার দুই সন্তান, বাবা ও তিনি নিজেই সমস্ত বিধিনিষেধ মেনে গৃহবন্দী রয়েছেন। কয়েকদিনের মধ্যে পুরো পরিবারের কোভিড টেস্ট করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code