নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মঙ্গলবার না ফেরার দেশে চলে গেলেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর চেয়ারম্যান ও এমডি শঙ্কর সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর ৷
জানা গেছে, দু সপ্তাহ আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শঙ্কর সেন৷ ভর্তি ছিলেন ৷ টানা ১০ দিনের লড়াইয়ের পর অবশেষে হার মানলেন ৷ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শঙ্কর সেনের ৷
শঙ্কর সেন সারা ভারতের গয়নাশিল্পে ছিলেন অত্যন্ত পরিচিত একজন মানুষ।৯০-এর দশকে তিনটি দোকান নিয়ে পথ চলা শুরু করে একা হাতে সারা দেশে এখন ১০০-এর বেশি দোকান রয়েছে সেনকো গোল্ডের। পশ্চিমবঙ্গ সহ ১৫টি রাজ্যযে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেনকো গোল্ড।
চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মণ্ডস এর কর্মীরা।
July 28, 2020
Kolkata
It is with profound sorrow that we announce the demise of our respected Chairman and Managing Director, Mr. Shaankar Sen.
Mr. Shaankar Sen, 63 is a shining example of Bengali entrepreneurship and has been instrumental in putting the brand Senco Gold and Diamonds on the National map. From owning just three jewellery stores in Kolkata that he inherited from his father, in the early 1990s to more than 100 across the country today, Mr. Sen has made Senco Gold and Diamonds, the largest gold jeweller from eastern India and has expanded its footprint across 14 states.
Mr. Sen will be remembered as a man with a vision, a dynamic and inspirational leader who always had a smile on his face and immense wisdom.
Senco Gold and Diamonds Family
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊