গতকাল  লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে একাধিক কৃতী ছাত্র-ছাত্রীকে শুভেচ্ছা জানালো বিজেপি যুব মোর্চা। 

কৃতী ছাত্র-ছাত্রীকে শুভেচ্ছা জানালো বিজেপি যুব মোর্চা


জেড/পি ১৫ নং মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে মন্ডল সভাপতি পবিত্র বর্মন এর উদ্যোগে জিরানপু্র অঞ্চলের অন্তর্গত ধূমপুর হাই স্কুল (উঃ মা) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ১ম,২য়,৩য় কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। 


পবিত্র বর্মণ বলেন- আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ। আমরা তাঁদের পাশে সব সময় আছি এবং থাকবো।
বিস্তারিত ভিডিওতে-