At least two persons were killed, and 16 others injured, when a boiler exploded on Wednesday at the thermal plant of NeyveliNSE -0.43 % Lignite Corporation (NLC) in Tamil Nadu's Cuddalore district. pic source: the statesman

তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে তামিলনাড়ুর নেইভেলি লিগনাইট-এ স্টেজ-২ এর অন্তর্গত ৫ নম্বর ইউনিটের বয়লারে বিস্ফোরণ ঘটে। বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা।

জানা গেছে, চেন্নাই থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন এনএলসি ইন্ডিয়া লিমিটেডের (পূর্বে নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত) স্টেজ -২-এর একটি বয়লারে এই বিশাল বিস্ফোরণ ঘটে।

সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত, ৫ জন মারা গিয়েছেন। অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে এখনও প্লান্টে আটকে রয়েছেন বলে খবর।

তামিলনাড়ুর কুড্ডালোরে অবস্থিত এই তাপবিদ্যুৎ কেন্দ্র।গত মে মাসে একটি ইউনিটের বয়লার ফেটে ৮ কর্মী আহত হয়েছিলেন।  গত ২ মাসে এই নিয়ে ২ বার বিস্ফোরণ ঘটল এই তাপবিদ্যুৎ কেন্দ্রে। 

দমকলকর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরিস্থিতি যাচাই করতে কুডল্লোড় জেলা প্রশাসনের উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি।