ভারতের অন্যান্য মেট্রো শহরের থেকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। তবুও রাজ্য সরকার কোনো ভাবে রাশ আলগা করতে রাজি নয়। রাজ্যের বাইরে থেকে আসা মানুষের মাধ্যমে যাতে সংরকমন না ছড়ায় সে বিষয়ে তৎপর রাজ্য সরকার। তাই রাজ্যের তরফে ভারতের আটটি রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বিমান না পাঠানোর আবেদন করলো সরকার। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা আগামী ৬ জুলাই থেকে দুসপ্তাহের জন্য সবচেয়ে করোনা-আক্রান্ত আটটি শহর থেকে রাজ্যে বিমান না পাঠানোর আর্জি জানিয়ে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রককে চিঠি লিখে আবেদন করেছেন। এই আটটি শহর হল দিল্লি, মুম্বই, পুনে, সুরাট, নাগপুর, চেন্নাই, আহমেদাবাদ এবং ইন্দোর। 

এছাড়াও চিঠিতে মুখ্যসচিব আরো আবেদন করেছেন যে আগামী ৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কলকাতা, বাগডোগরা এবং অন্ডাল বিমানবন্দরে অন্যান্য শহর থেকে প্রতিটি বিমান কোম্পানির উড়ান যেন সপ্তাহে মাত্র একবার করেই আসে।