কোচবিহার জেলা কি গোষ্ঠী সংক্রমণ এর দিকে এগিয়ে চলেছে?

তনুময় দেবনাথ, সংবাদ একলব্যঃ

আশঙ্কা ছিলই। তবে কি সেটা সত্যি হচ্ছে! কোচবিহার জেলা কি গোষ্ঠী সংক্রমণ এর দিকে এগিয়ে চলেছে? 


ইতিমধ্যে কোচবিহার জেলার মূল প্রশাসনিক ভবনের ১০ জন আধিকারিক আক্রান্ত হয়েছেন। এবার কোচবিহার পৌর সভার প্রশাসক ভূষণ সিং আক্রান্ত হলেন। জেলা প্রশাসন জানায় সন্ধ্যা বেলায় যেসব রিপোর্ট এসেছে সেখানে তাঁর পজেটিভ এসেছে। তবে তাঁর কোন উপসর্গ নেই। তাঁর বাড়ি এলাকা কনটাইমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। 

প্রসঙ্গত তিনি বেশ কিছু রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। গোষ্ঠী সংক্রমনের দিকে এগিয়ে যাচ্ছে কোচবিহার বলে অনেকের ধারনা। 

জেলার যুব তৃণমূলের এক প্রথম সারির নেতার করোনা আক্রান্তের কথাও স্যোসাল মিডিয়া মারফৎ জানা যাচ্ছে। যিনি নিয়মিত একাধিক সভা, মিছিলেও যোগ দিয়েছিলেন বলেও খবর।

১৯শে জুলাই পর্যন্ত কোচবিহার শহরে  লকডাউন রয়েছে। অন্যদিকে দিনহাটা পৌর এলাকা সহ সম্পুর্ন দিনহাটা ২নং ব্লক লকডাউনের আওতায় রয়েছে। 

পরিস্থিতি এরকম চললে গোটা কোচবিহার জেলা লকডাউন হতে পারে বলে মনে করছে অনেকেই। জেলা প্রশাসন কি ব্যবস্থা নেয় করোনা সংক্রমন মোকাবিলায় এখন সেটাই দেখার।