কাজল দে, ধুপগুড়ি, ১৭ই জুলাই ২০২০ঃ উচ্চমাধ্যমিকে মাদ্রাসা বোর্ড পরীক্ষায় রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করলো ধুপগুড়ির গাদং হুজুরিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী উম্মে আয়মান ফেরদৌসী।বাংলা, ইংরেজি,আরবিক সহ মোট ছয়টি বিষয়ে মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৩৯ পেয়ে রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে এই কৃতি ছাত্রী।
শুধুমাত্র উচ্চমাধ্যমিকেই নয় এর আগেও মাধ্যমিক পরীক্ষাতেও নজর কারা সফলতা পেয়েছিলো ফেরদৌসী। সেবার রাজ্যে অষ্ঠম স্থান অধিকার করেছিলো সে। মেধাবী এই ছাত্রী ভবিষ্যতে আরবিক ল্যাঙ্গুয়েজের ওপর PHD করতে চায়। তার এই সাফল্যে যথেষ্ঠ খুশি স্কুল শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসীরা। মাদ্রাসা এমএসকে এর শিক্ষক আইমানের বাবা বলেন মেয়ে ইচ্ছেমতোই পড়াশোনা করত, পড়াশোনা নিয়ে তাকে কোন সময় কিছু বলতে হয়নি।
এ দিন ফেরদৌসীকে বাড়িতে সংবর্ধনা জানাতে যান ধুপগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। তার হাতে একটি মানপত্র ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এমনকি মিষ্টিমুখ করান কৃতি ছাত্রী কে পুরসভার চেয়ারম্যান। মুখ্যমন্ত্রী সই করা মানপত্র তুলে দেওয়া হয় তার হাতে সরকারি ভাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊