খারিফ মরসুমে কৃষিকাজে জল নিয়ে রাজ্যের কয়েকটি জেলার সভাধিপতি দের নিয়ে মিটিং সারলেন সেচ দপ্তর আধিকারিক গোলাম আলী আনসারী।আজ পূর্ব বর্ধমান জেলায় বিডিএ সভাকক্ষে মিটিংয়ে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক বিজয় ভারতী, পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহেবুব রহমান, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, হাওড়া জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ রমেশ চন্দ্র পাল সহ অন্যান্য আধিকারিকরা।

পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধারা বলেন প্রতিবছর জুলাই মাসের ৩০ তারিখ থেকে জল ছাড়া হয় অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত। বর্তমানে এবছর বর্ষার মরসুম থাকায় ওই তারিখ থেকে ঘোষণা করা হলেও আগামী দিনে বর্ষার পরিস্থিতি দেখে দিন ঠিক করা হবে। এছাড়াও ৩০ তারিখের আগে ২৫ তারিখ নাগাদ আরো একবার আলোচনা করা হবে।