Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাস্তায় অসুস্থ হয়ে পড়া মহিলাকে সুস্থ করলেন সিভিক ভলেন্টিয়ার


সঞ্জিত কুঁড়ি, বর্ধমান, ১০ই জুলাইঃ 

সিভিক ভলেনটিয়ারদের উদ্যোগে সুস্থ হলো অসুস্থ মহিলা। সিভিক ভলেনটিয়ারদের মানবিক মুখে খুশি সাধান মানুষ। 

প্রকট রোদে তীব্র গরমে খিদের জ্বালায় রাস্তার উপর মাথাঘুরে পরে এক অজ্ঞাত পরিচয়ের মহিলা। অসুস্থ মহিলা কে সুস্থ করতে ছুটে আসে রানিগঞ্জ বাজার চৌমাথা এলাকায় কর্মরত সিভিক ভলেনটিয়ারা।খরব দেওয়া হয় বর্ধমান সদর থানায়। মহিলাকে সুস্থ করতে মাথায় চোখে মুখে দেওয়া হয় ঠান্ডা জল। সুস্থতার পর মহিলার খিদে মেটাতে নিজেদের উদ্যোগে কিনে দেওয়া হয় রুটি মিস্টি।যদিও কোনো কথা বলতে পারেননি অসুস্থ মহিলা।

মহিলা কে বা কোথা থেকে এসেছেন? কি হয়েছে কোনও কিছুই জানাতে পারেননি তিনি। 

বিস্তারিত ভিডিওতে- 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code