চন্দ্রশেখর ঘোষ, ফিট (এফ আই টি) ও নেফিট (এন ই এফ আই টি) গরিবদের ত্রাণে ৫০ কোটি টাকার বেশি অঙ্গীকার করলেন
অত্রিদেব মিশ্র, কলকাতা, ৬ জুলাই, ২০২০:
চন্দ্রশেখর ঘোষ ‘বন্ধন’ শুরু করেছিলেন ২০০১ সালে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) হিসাবে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মহিলাদের ক্ষমতায়ণ ও দারিদ্র দূরীকরণ। সেই জন্য প্রান্তিক মহিলাদের ক্ষুদ্র ঋণ দিয়ে বিভিন্ন কাজে উৎসাহ দেওয়া হয়, যাতে তাঁরা নিয়মিত আয়ের সংস্থান করে নিতে পারেন।
সময়ের সঙ্গে সঙ্গে এই এনজিও-র কাজের পরিধি বেড়ে যায়, ফলে গড়ে ওঠে দুটি ট্রাস্ট তথা অছি পরিষদ—ফাইনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট (ফিট) এবং নর্থ ইস্ট ফাইনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট (নেফিট)। বন্ধন ছাড়াও এই দুই ট্রাস্টের কাজ ছিল সমাজের প্রান্তিক মানুষের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা। ২০১৫ সালে বন্ধন ব্যাঙ্ক যখন তৈরি হয়, তখন ফিট এবং নেফিট ব্যাঙ্কের প্রমোটারের ভূমিকা নেয়।
অভূতপূর্ব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। করোনা অতি মহামারী ও তার প্রভাবে বহু মানুষ আক্রান্ত। এহেন পরিস্থিতিতে সমাজের প্রান্তিক মানুষের খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করতে ফিট এবং নেফিট-কে সঙ্গে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন চন্দ্রশেখর ঘোষ।
এ জন্য এই ত্রয়ী যৌথ ভাবে বিভিন্ন রাজ্য সরকারকে ২৫ কোটি অনুদান দিয়েছে। সেই সঙ্গে আরও ২৫ কোটি ১ লক্ষ ১ টাকা অনুদান দিয়েছে পিএম-কেয়ারস তহবিলে। ১০০০ টাকায় প্রতিটি পরিবারের ১৫ দিনের খাদ্য চাহিদা মেটানো যাবে বিবেচনা করা হলে, ৫০ কোটি ১ লক্ষ ১ টাকায় দেশের ৫ লক্ষ মানুষের পাশে থাকা যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊