হ্যা এমনটাই ঘটেছে দিল্লীতে। একদিকে দুষ্কৃতি গুলি চালাচ্ছে অন্যদিকে জীবনের পরোয়া না করে তার পেছনে ছুটে চলেছে দিল্লী পুলিশের কনস্টেবল দীনেশ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।
জানাগেছে- প্রায় দেড় কিলোমিটার পেছনে দৌড়ে দুজনকে ধরে ফেলে এই দিল্লী পুলিশের এই সাহসী কনস্টেবল ।
যা দেখে প্রশংসায় পঞ্চমুখ দিল্লী পুলিশের CP - তিনি বলেন "কনস্টেবল দীনেশের এমন দুঃসাহসিক কাজ সমস্ত দিল্লী পুলিশের কাছে অনুপ্রেরণা। দিনের এই কাজ প্রশংসার দাবীদার।"
আসুন দেখে নেই সেই ভিডিও-
बहादुरी और कर्तव्य दृढ़ता की मिसाल पेश की है @DelhiPolice के कांस्टेबल दिनेश ने बदमाश सिपाही पर फायरिंग कर रहा था और वो बिना डरे उसके पीछे दौड़ता रहा करीब डेढ़ किलोमीटर पीछा कर सिपाही दिनेश ने दोनों बदमाशों को दबोचा@HMOIndia @LtGovDelhi @CPDelhi @IPSMSRandhawa @dcp_outernorth pic.twitter.com/8W4ouJIhFg
— Tarun Sharma (@tarun10sharma) July 5, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊