Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিনেমাকেও হার মানায় এই ভিডিও-একদিকে গুলি করছে দুষ্কৃতি অন্যদিকে পিছনে ছুটছে পুলিশ



একদিকে গুলি চালাচ্ছে দুষ্কৃতি, অন্যদিকে তার পেছনে ছুটে চলেছে পুলিশ। এই দৃশ্য সিনেমাতে আকসার দেখা যায়। কিন্তু তাই বলে সেই দৃশ্য বাস্তবে! 

হ্যা এমনটাই ঘটেছে দিল্লীতে। একদিকে দুষ্কৃতি গুলি চালাচ্ছে অন্যদিকে জীবনের পরোয়া না করে তার পেছনে ছুটে চলেছে দিল্লী পুলিশের কনস্টেবল দীনেশ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। 

জানাগেছে- প্রায় দেড় কিলোমিটার পেছনে দৌড়ে দুজনকে ধরে ফেলে এই দিল্লী পুলিশের এই সাহসী কনস্টেবল । 

যা দেখে প্রশংসায় পঞ্চমুখ দিল্লী পুলিশের CP - তিনি বলেন "কনস্টেবল দীনেশের এমন দুঃসাহসিক কাজ সমস্ত দিল্লী পুলিশের কাছে অনুপ্রেরণা। দিনের এই কাজ প্রশংসার দাবীদার।" 

আসুন দেখে নেই সেই ভিডিও- 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code