Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন রূপে সাজছে শিয়ালদা স্টেশন-স্টেশনের ভিতর তৈরি হচ্ছে ফ্যামিলি শপিং কমপ্লেক্স


সুরশ্রী রায় চৌধুরী, কলকাতাঃ 


করোনা আবহ কে কাজে লাগাতে চাইছে রেল কর্তৃপক্ষ। দীর্ঘ লকডাউনের জন্য স্তব্ধ রেলের জীবনযাত্রা, তাই স্টেশনের ভোল বদলাচ্ছে শিয়ালদহ । করোগেডের সিলিং বদলাচ্ছে কাঠের ব্লকে। তার ওপর বসছে LED লাইট। সৌন্দর্যায়নের সঙ্গে নজর রাখা হচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকেও। 


মফস্বলের বহু মানুষ কাজকর্ম সেরে শিয়ালদহ দিয়েই বাড়ি ফেরেন। দরকারে খুঁটিনাটি জিনিস যাতে কিনতে পারেন স্টেশন থেকেই তার ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ।


স্টেশনের ভিতর তৈরি হচ্ছে দোতলা ফ্যামিলি শপিং কমপ্লেক্স। কমপ্লেক্সের মধ্যেই থাকবে ১৫-২০টি দোকান।

নির্ঝঞ্ঝাটে কেনাকাটা সারার জন্য কমপ্লেক্সে বসছে। এসক্যালেটর ফ্লাইওভারের দিক থেকে স্টেশনে ঢোকার মুখের রাস্তা সাফাই হচ্ছে। দোকান থেকে কেনাকাটা সেরে ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা তেমনই ব্যাবস্থা হচ্ছে। 

এখন শুধু অপেক্ষা পরিস্তিতি স্বাভাবিক হওয়ার। কবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে সকলে।

আর যাত্রীদের নতুন করে স্বাগত জানাতে সেজেগুজে তৈরি শিয়ালদা স্টেশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code