আজ ১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবস l সারা বিশ্বে এই দিনটির গুরুত্ব অপরিসীম l আমাদের শরীরের কিছু পরিমান রক্ত বাঁচিয়ে তুলতে পারে এক মূমুর্ষ রোগীকে l রক্ত সংকট বিশ্ব জুড়ে, পিছিয়ে নেই আমাদের দেশও l এই রক্তই হয়ে উঠে কোনো মুহূর্তে মূল্যবান l তাই বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে ব্যক্তি এগিয়ে আসে এই রক্তদানে l আজ সেই রক্ত দাতাদের সম্মানার্থে পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস l 

আজ দিনহাটা পাঁচ মাথায় এভাবেই রক্ত দাতা দিবস পালন করলেন গৃহ শিক্ষক সিদ্ধেশ্বর সাহা ও তার বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা l তাঁদের কথায় উঠে এসেছে - আমরা সমাজবদ্ধ জীব, পরোপকার হওয়া উচিত আমাদের পরম ধর্ম l আর রক্তদানের মত মহৎদান সবচেয়ে বড় পরোপকার l তবে বহু প্রাচীনকাল থেকে চলে আসা রক্তদান সম্পর্কিত কুসংস্কারকে দূরে সরিয়ে যারা এগিয়ে এসেছে এতকাল ধরে রক্তদানের মধ্যে দিয়ে পরিত্রাতা হিসেবে আজ তাঁদের কে কুর্নিশ জানবার দিন l এর সঙ্গে রক্তদানে এগিয়ে আসার জন্য সমাজের প্রতি স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ করা হয় l তাঁদের মানুষের কাছে আর্জি ভয় পাবেন না রক্তদানে বছরে দুবার করুন রক্তদান 

রক্তদানের ২৪ ঘন্টার মধ্যে দেহে নুতন করে রক্ত তৈরী হয়ে যায় l কোনো শারীরিক সমস্যা হয় না l রক্তদানের ফলে আপনি সহজে দেহে উপস্থিত কোনো জটিল রোগের সন্ধান পেতে পারেন এবং রোগমুক্ত থাকতে পারেন l ১৮থেকে ৬০বছরের সুস্থ মানুষ যাদের নূন্যতম ওজন ৪৫কেজি তারা রক্তদান করতে পারেন l এক একক রক্ত চার চারটি প্রাণ বাঁচাতে পারে l গৃহশিক্ষক ও তার ছাত্র ছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনহাটাবাসি l