শনিবার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বাস ও ট্রেন ভাড়া নিয়ে মিথ্যা বলছেন বলেই অধীরের অভিযোগ। তিনি বলেন, বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কাছে ভুরিভুরি মিথ্যা কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনার জন্য তিনি নাকি বাসের ও ট্রেনের ভাড়া দিয়েছেন।' পাশাপাশি, চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। যদি বাস ও ট্রেনের ভাড়া দিয়েছেন তো সাংবাদিক বৈঠক করে সকলের সামনে জানাক। শ্রমিকরা পায়ে হেঁটে ট্রাকে চেপে, নিজের ঘটিবাটি বিক্রি করে বাসের ভাড়া দিয়ে রাজ্যে ফিরেছেন।

এদিন, অধীর কোয়ারাইন্টাইন সেন্টারকে 'মানুষের খোয়াড়' বলেও কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, 'কোয়ারেন্টাইন সেন্টারে লোকে না পাচ্ছে খাবার না পাচ্ছে জল। মুখ্যমন্ত্রীর খাতায়-কলমে কোয়ারেন্টাইন সেন্টার চলছে। মানুষ কি পেল না পেল সে সব দেখার দরকার নাই। প্রতিটি কোয়ারেন্টাইন সেন্টারের অবস্থা দুর্বিষহ।' পাশাপাশি তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী ঘনবসতি এলাকায় কোয়ারাইন্টাইন সেন্টার করছে। এপ্রসঙ্গে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী আপনি ঘনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন করে দিচ্ছেন না জানিয়ে। ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। আপনি মানুষের সঙ্গে আলোচনা করুন নিরাপদ জায়গা বেছে নিয়ে কোয়ারেন্টাইন সেন্টার করুন।' কোয়ারেন্টাইন সেন্টারের অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, 'জানোয়ারকে রাখার জন্য যেন খোঁয়াড় বানানো হয়েছে।'

অধীর এদিন, কোয়ারাইন্টাইন সেন্টার খাবার না পেয়ে পরিযায়ী শ্রমিকদের কোয়ারাইন্টাইন সেন্টার থেকে পালানোর কথাও বলেন।