Latest News

6/recent/ticker-posts

Ad Code

১২০ বছরের বৃদ্ধাকে খাটিয়া করে আনার ঘটনায় সাসপেন্ড ব্যাঙ্কের ম্যানেজার


জন ধন যোজনার টাকা তুলতে খাটিয়া করে ১২০ বছরের বৃদ্ধা মাকে টেনে ব্যাঙ্কে নিয়ে গেলেন ৭০ বছরের মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উৎকল গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারকে সাসপেন্ড করল এসবিআই। 

করোনা পরিস্থিতির মাঝে কেন্দ্রের তরফে লক ডাউনে জন ধন যোজনা অ্যাকাউন্টে তিন মাসে মোট ১৫০০ টাকা দেওয়া হয়। সেই টাকা তুলতে ৭০ বছরের মহিলা ব্যাংকে এলে ব্যাঙ্কের ম্যানেজার তাঁকে জানান যার নামে অ্যাকাউন্ট আছে তাকেই আসতে হবে বলে অভিযোগ। কথা মতো ১২০ বছরের বৃদ্ধা মা কে খাটিয়া করে নিয়ে আসেন ওই মহিলা। ওই বৃদ্ধার নাম পুঞ্জিমতি দেই। জুনের ১০ তারিখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সূত্রে খবর, জন ধন যোজনার টাকা তোলার জন্য ওড়িশার নুয়াপাড়া জেলায় ১২০ বছরের বৃদ্ধা মাকে খাটিয়া করে টেনে ব্যাঙ্কে নিয়ে আসেন এক ৭০ বছরের প্রৌঢ়া। 

এসবিআই জানায়, উৎকল গ্রামীণ ব্যাঙ্ক ম্যানেজার ওই প্রবীণ মহিলাদের ইচ্ছাকৃতভাবে বিব্রত করেননি। কথাবার্তায় কিছু ভুল বোঝাবুঝির জন্যই এই অমানবিক ঘটনা ঘটেছে। উৎকল গ্রামীণ ব্যাঙ্ক এই পুরো ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উৎকল গ্রামীণ ব্যাঙ্কের সবচেয়ে বড় অংশীদার এসবিআই।

Ad Code