Saudi Arabia has announced it will hold a "very limited" Hajj this year due to the coronavirus pandemic, with people already living in the kingdom allowed to take part in the pilgrimage that begins in late July.

করোনা সংক্রমণের জেরে সারা বিশ্বজুড়ে আতঙ্কের ছাপ। বিপর্যস্ত জনজীবন। বহু দেশ সংক্রমণ রুখতে জারি করেছে লক ডাউন। ঘরবন্দি মানুষ। বন্ধ ধর্মীয় স্থান। ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কা ও মদিনাও। এর জেরেই হজ হবে কিনা এনিয়ে দানা বেঁধেছে প্রশ্ন। প্রত্যেক বছর বহু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পুন্যার্জন করতে হজে যান। কিন্তু এবার তার ব্যতিক্রম। বহু দেশ এখনও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রেখেছে ফলে হজ যাত্রীদের যাওয়া অনিশ্চিত। কিন্তু বন্ধ থাকবে না হজ। 

সৌদি আরবের তরফে জানানো হল যে হজ হবে, তবে নিয়ম মেনে এবং নির্দিষ্ট পরিমাণ লোক নিয়ে। 

জুলাই মাসের শেষের দিকে হজ হয়। সোমবার সৌদি প্রেস এজেন্সির তরফে জানানো হয়েছে, খুবই কম সংখ্যক মানুষ নিয়ে হজ হবে এবার। যারা আগে থেকেই সৌদিতে রয়েছেন, তাঁরাই কেবল অংশ নিতে পারবেন এইবারের হজে। হজ মন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভ্যাক্সিনের অভাবে এবং সোশ্যাল ডিসট্যান্সের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশ থেকে বহু মানুষ এলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না বলেই এমন সিদ্ধান্ত।

ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কা ও মদিনা। মক্কার হজে প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষ যান। মুসলিম ধর্মের মানুষ জীবনে অন্তত ১ বার যেতে চান পুন্যার্জনের জন্য। এবছরের হজ যাত্রা নিয়ে জল্পনা থাকলেও অবশেষে সেই জল্পনা ভেঙে গেলেও অন্য দেশের মানুষ অংশ নিতে পারছে না বলেই জানা গেছে। শুধুমাত্র যারা সৌদিতে রয়েছেন তারাই অংশ গ্রহণ করতে পারবেন।