করোনা সংক্রমণের জেরে লক ডাউনের ফলে বন্ধ থাকা রেল পরিষেবা ১লা জুনে থেকে প্রথম সময়সূচী মেনে চলবে। বিগত ঘোষণা অনুযায়ী চলবে ১০০ জোড়া অর্থাৎ ২০০ টি ট্রেন। তবে, যাত্রীদের জন্য লাঘু করা হয়েছে বিশেষ নিয়ম। 


নিয়মগুলি হল- 
  • যাত্রীদের প্রত্যেকের মুখে মাস্ক থাকাটা বাধ্যতামূলক। 
  • প্রত্যেক যাত্রীকে ট্রেনে ওঠার সময়ে এবং নামার সময়ে রেলের পক্ষ থেকে স্যানিটাইজার দেওয়া হবে। সফরের সময়েও চাইলে স্যানিটাইজার ব্যবহার করা যাবে। 
  • শুধুমাত্র বৈধ সংরক্ষিত টিকিট থাকলেই যাত্রা করার অনুমতি মিলবে। 
  • বৈধ টিকিট থাকলেই স্টেশন চত্বরে ঢুকতে দেওয়া হবে। অন্যথায় নয়। 
  • প্রতিটি স্টেশনে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হবে। 
  • কোনও রকম করোনা সংক্রমণের উপসর্গ দেখা গেলে যাত্রা করা যাবে না। 
  • স্ক্রিনিং হবে ট্রেন থেকে নামার পরেও। 
  • ট্রেনে সফরের সময়ে যতটা সম্ভব যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। 
  • প্রত্যেক যাত্রীর কাছে স্মার্টফোন থাকা বাধ্যতামূলক। 
  • স্মার্টফোনে 'আরোগ্য সেতু' অ্যাপ থাকাও বাধ্যতামূলক।