Railway Protection Force, Pune today launched ‘CAPTAIN ARJUN’, a robot to screen passengers while they board trains: Central Railways #COVID19
করোনা সংক্রমণের জেরে সারা দেশে লক ডাউন চললেও এখনও কমেনি করোনার দাপট। উলটে দিনের পর দিন সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে। ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে লক ডাউন থেকে বেড়িয়ে আনলক এ ফিরছে দেশ। ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে বিভিন্ন পরিষেবা।
ইতিমধ্যে রেল পরিষেবাও আরম্ভ হয়ে গেছে। যদিও, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে অনেকদিন থেকেই চলছে রেল। একের পর এক ট্রেনে করে বাড়ি ফিরেছে মানুষ। রেল পরিষেবা চালু হলেও যেহেতু করোনা বিদায় নেয়নি তাই মানুষকে মানতে নির্দিষ্ট বিধি নিষেধ। পড়তে হবে মাস্ক। করোনা উপসর্গ না থাকলেই যাতায়ত করা যাবে ট্রেনে।
এদিন, পুনের রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর উদ্যোগে আজ 'ক্যাপ্টেন অর্জুন' নামে একটি রোবট চালু করেছে। যার মাধ্যমে স্টেশনে যাত্রীদের স্ক্রিনিং করা হবে।
Railway Protection Force, Pune today launched ‘CAPTAIN ARJUN’, a robot to screen passengers while they board trains: Central Railways #COVID19 pic.twitter.com/dSGqKaywma— ANI (@ANI) June 12, 2020
Social Plugin