মোদির মতে, এর ফলে ২.৮ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং আগামী ৫-৭ বছরে ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। 

বাণিজ্যিক খননকার্যের জন্য ৪১টি কয়লা খনির নিলাম প্রক্রিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জ্বালানির প্রয়োজনে দেশকে আত্মনির্ভর করা এবং একইসঙ্গে শিল্পের উন্নয়ন ঘটানোই মূল উদ্দেশ্য। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪১টি কয়লাখনির নিলাম-প্রক্রিয়ার উদ্বোধন করেন তিনি। 

এদিন তিনি বলেন, এই কোভিড-১৯ বিপর্যয়কে সুযোগে পাল্টে দেবে ভারত। দেশে উদ্ভূত করোনা-পরিস্থিতি ভারতকে আত্মনির্ভর হতে শিখিয়েছে। এখন থেকে আমদানির ওপর নির্ভরতা কমাবে ভারত।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাণিজ্যিক কয়লা খননে বেসরকারি ক্ষেত্রকে অনুমতি দেওয়ার ফলে বিশ্বের সামনে দেশের সম্পদের ভাণ্ডার উন্মুক্ত হবে। বর্তমানে বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ কয়লা মজুত রয়েছে ভারতে।

কিছুদিন আগে, আত্মনির্ভর ভারত অভিযানের ঘোষণা করেছিল কেন্দ্র। এদিনের প্রক্রিয়া সেই প্রকল্প ও ঘোষণার অন্তর্গত। প্রধানমন্ত্রী মোদী মনে করেন, এর ফলে ২.৮ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। পাশাপশি, আগামী ৫-৭ বছরে ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।