করোনা সংক্রমণের জেরে পুরীর রথযাত্রা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। ২৩ই জুন রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই যাত্রায় নিষেধাজ্ঞা জারি করলো সুপ্রিম কোর্ট।
ওডিশা বিকাশ পরিষদ নামে একটি এনজিওর আবেদনে এই আদেশটি পাস করা হয়েছে। যা বার্ষিক অনুষ্ঠান করার অনুমতি দিলে জনস্বাস্থ্যের ঝুঁকি হয়ে দাঁড়াবে।
এই বার্ষিক অনুষ্ঠানে তাঁর মন্দির থেকে বের হয়ে আসার সাথে সাথে ভগবান জগন্নাথের রথ টানতে এই যাত্রা জড়িত। রথ টানা মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ জড়িত, যা সামাজিক দূরত্বের নিয়মকে লঙ্ঘন করে। .
প্রধান বিচারপতি শরজ অরবিন্দ বোবদের নেতৃত্বে বেঞ্চ আদেশ দিয়েছেন, “নাগরিকদের জনস্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে আমরা রাষ্ট্রকে রথযাত্রা এবং এর সাথে সম্পর্কিত কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে হবে। আমরা নির্দেশ দিচ্ছি যে এ বছর আর কোনও রথযাত্রা ও এর সাথে সম্পর্কিত কার্যক্রম চলবে না ”
সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতকে জনসাধারণের জমায়েত না হয়ে অনুষ্ঠানের অনুমতি দিয়ে কিছুটা অব্যাহতি দেওয়ার অনুরোধ জানালে প্রধান বিচারপতি বোবদে জানান, "আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে যে আমরা যদি কোনও ধর্মীয় কর্মকাণ্ডের অনুমতি দিই তবে সেখানে একটি সমাবেশ হবে ... ভগবান জগন্নাথ আমাদের ক্ষমা করবেন,"
প্রসঙ্গত, কয়েকদিন আগে, মানুষের বদলে হাতি দিয়ে রথ টানার কথা ভেবে দেখছিল রথযাত্রার সংগযঠকরা। প্রাচীন কালে, হাতি দিয়ে রথ টানার রীতি ছিল। তাই প্রশাসনের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এর জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও করা হয়েছিল। কিন্তু, এদিন সুপ্রিম কোর্টের রায় সব জল্পনা ও আশঙ্কার অবসান ঘটল।
মূলত, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার খাতিরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে রথযাত্রায় তা স্পষ্ট জানিয়ে দেয় শীর্ষ আদালত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊