করোনা আবহে স্থগিত হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর বাকি তিনটি পরীক্ষার জন্য আগামী জুলাই মাসের ২, ৬ ও ৮ তারিখ ঘোষণা করেছে। 

বর্তমান পরিস্থিতিতে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সম্পন্ন করা যায় সেবিষয়ে পরীক্ষা নিয়ামক, সেন্টার ইনচার্জ, সুপারভাইসর, পরিদর্শক ও অন্যান্যদের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। গাইডলাইনে বলা হয়েছে:


১.  সমস্ত স্থান (পরীক্ষা কক্ষ, বেঞ্চ, টয়লেট ইত্যাদি) প্রতিটি দিন পরীক্ষার আগে সঠিকভাবে স্যানিটাইজ করতে হবে।

২. পরীক্ষার সময় ভেন্যুতে উপস্থিত থাকা সমস্ত শিক্ষক এবং অশিক্ষক স্টাফ প্র্রত্যেককে মাস্ক এবং গ্লাভস পড়া বাধ্যতামূলক। একে অপরের সাথে যোগাযোগের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৩. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পরিমানে স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।

৪. সকল পরীক্ষার্থীকে স্বচ্ছ বোতলে তাদের নিজস্ব স্যানিটাইজার নিয়ে আস্তে হবে।

৫. পরীক্ষার্থীদের ভেন্যুতে প্রবেশের সময় এবং পরীক্ষা চলাকালীন মাস্ক ব্যবহার করতে হবে পড়তে হবে।
৬. পরীক্ষার্থীদের ভেন্যুতে প্রবেশের সময় এবং পরীক্ষার সময় সামাজিক দূরত্ব (কমপক্ষে ৩ ফুট) বজায় রাখতে হবে।
৭. সমস্ত অভিভাবককে অবশ্যই নিশ্চিত হতে হবে যে তাদের পুত্র / কন্যা জ্বর বা অন্য কোনও অসুস্থতা থেকে মুক্ত।
৮. উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২০ পরিচালনা সংক্রান্ত অন্যান্য সমস্ত নির্দেশাবলী / নির্দেশিকা একই থাকবে।
৯. পরীক্ষা পরিদর্শক এবং পরীক্ষার অন্যান্য কর্মীদের দায়িত্ব পালনের সময় মাস্ক ও গ্লাভস পড়তে হবে।

১০. পরীক্ষাকেন্দ্রের ভিতরে টয়লেট এবং পানীয় জলের জায়গা ঘন ঘন স্যানিটাইজ করতে হবে।
১১. পরীক্ষার হলের ভিতরে এবং বিদ্যালয়ের গেটের সামনে সামাজিক দূরত্বের সমস্ত নিয়মকে বজায় রাখতে হবে। অভিভাবকদের বিদ্যালয়ের গেটের সামনে জমায়েত হওয়ার অনুমতি দেওয়া হবে না।
১২. পরীক্ষার্থীরা কার্ড বোর্ড এবং লেখার উপকরণগুলি ব্যতীত অন্য কোনও সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

১৩. পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সচিব বা  ভেন্যু সুপারভাইজারকে  সময় নষ্ট না করে পরীক্ষা শেষ হওয়ার ২৪ ঘন্টাের মধ্যে উত্তরপত্র পর্ষদে  পাঠিয়ে দিতে হবে।
১৪. পরীক্ষার্থীরা এই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য পুরনো এডমিট কার্ডটিই ব্যবহার করতে পারবে।
১৫. কোনও কারণে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলগুলিকে যথাযথভাবে অবহিত করা হবে।