করোনা ভাইরাসের জেরে ব্যহত মানবজীবন। কিন্তু করোনা বাদে বাকি রোগ গুলো থেমে থাকবে করোনার জেরে, নিশ্চয় নয়। কিন্তু, করোনা সংক্রমণে ভূমিকা নেওয়া মুখের লালা একটি বড় ভূমিকা নিয়েছে। এরজন্য অতিরিক্ত সতর্ক জারি করলো কেন্দ্র। করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে দাঁতের চিকিৎসা করবেন তা নিয়ে একটি গাইডলাইন প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

কেন্দ্রের তরফে প্রকাশিত গাইডলাইন অনুযায়ী-  
  • প্রতিটা ক্লিনিকের বাইরে নোটিসবোর্ড ঝোলাতে হবে, যে কোনও রোগীর যদি জ্বর, সর্দি, গলাব্যথা, শ্বাসকষ্ট- এই সমস্ত সমস্যা থাকে, তবে তিনি যেন অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করেন চিকিত্‍সকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে।
  • কোনও রকম চিকিত্‍সার আগে থার্মাল স্ক্রিনিং করাতে হবে প্রতিটি রোগীর।
  • রিসেপশনে কাচের ঘেরা জায়গা রাখতে হবে, যাতে রোগীদের সঙ্গে কোনও কর্মী সরাসরি সংস্পর্শে না আসেন।
  • সবসময় মাস্ক পরে থাকতে হবে, হাত ধুয়ে, জুতো খুলে ক্লিনিকে ঢুকতে হবে।
  • চুল বেঁধে রাখতে হবে রোগীদের। কানের দুল না পরলেই ভাল, সঙ্গে ব্যাগ আনা যাবে না।
  • টোকেন দেওয়ার ব্যবস্থা করতে হবে, দূরে দূরে রোগীদের দাঁড়াতে বলতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে অপেক্ষা করার সময়ে।
  • সম্ভব হলে ই-প্রেসক্রিপশন পরিষেবা চালু করতে হবে। কাগজের আদানপ্রদান এড়ানো জরুরি।
  • দরজার হাতল, চেয়ার, বাথরুম সময়ে সময়ে স্যানিটাইজ় করতে হবে।
  • প্রতিটি রোগীর নাম-ঠিকানা সংরক্ষণ করতে হবে, ট্র্যাভেল হিস্ট্রি জানতে হবে।
  • যে অস্ত্রোপচার এখুনি করা জরুরি নয়, তা করা যাবে না।
  • রক্তপাত বন্ধ না হওয়া, মাড়িতে বড় কোনও ঘা, দাঁত বাজে ভাবে ভেঙে যাওয়া- এসব চিকিত্‍সাই এখন জরুরি।
  • ক্লিনিকের সমস্ত কর্মীদের ডিসপোজ়েবেল গ্লাভস, এন ৯৫ মাস্ক, হেড ক্যাপ পরে থাকতে হবে।