মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে সচল হচ্ছে যান চলাচল। যদিও, এখনও দিনের পর দিন সংক্রমণ বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে গণপরিবহন আরম্ভ হলেও রয়েছে বেশ কিছু বিধি নিষেধ। কিন্তু সেই বিধি নিষেধের তোয়াক্কা না করেই গণপরিবহনে যাতায়ত চলছে। সেই সকল বিধি নিষেধ চালক ও যাত্রীদের মানাতে তৎপর হয়েছে কোচবিহার জেলা পুলিশ। 

কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে সচেতন বার্তা পৌঁছানোর পাশাপাশি চালক ও যাত্রীদের নিয়ম মেনে চলাচলে সাহায্য করছে পুলিশ। 

গণপরিবহন গুলিতে অনুমোদিত আসন সংখ্যার যাত্রী নিয়ে যাতায়াত করতে হবে I অটোতে যাত্রী সংখ্যা হবে চার (৪) মাঝে দুইজন , পিছনে দুইজন I টোটোতে দুই (২) জন যাত্রী মুখোমুখি এবং কোনাকুনি বসবেন I মাস্ক পড়তে হবে অবশ্যই I 

কোচবিহার ট্রাফিক পুলিশ লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে I পাশাপাশি চালক এবং যাত্রীগণকেও সচেতন করে চলছে I পুলিশের কথায়, সমবেত প্রচেষ্টাতেই কমবে করোনার প্রকোপ I

দেখুন ভিডিও-