১জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিবস ৷ গোটা দেশে ডাক্তার দিবস হিসেবে পালিত হয়। আর বিশ্বের এই সংকট কালীন সময়ে ডাক্তারই স্পাইডারম্যান রুপে কাজ করছে। পাশাপাশি, করোনা যুদ্ধে স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ অনেকেই সামিল হয়েছেন। করোনা পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি নিয়ে শত কষ্ট সত্ত্বেও প্রথম সারিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সমস্ত চিকিৎসক, নার্সিং স্টাফ, প্যারা মেডিক্যাল কর্মী সহ সমস্ত স্বাস্থ্যকর্মী। সেই করোনা যোদ্ধাদের সম্মান জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন।

আগামী ১লা জুলাই বুধবার ডাক্তার দিবস উপলক্ষে গোটা রাজ্যে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, করোনা যোদ্ধা, স্বাস্থ্য কর্মীদের সম্মানে এই ছুটি ৷কোভিড যোদ্ধাদের লড়াইকে সম্মান দিতেই এই উদ্যোগ ৷ করোনা যোদ্ধাদের কাজকে কুর্নিশ জানিয়ে এবছর ওই দিন ছুটি থাকবে গোটা রাজ্যে ৷ বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর৷একইসঙ্গে জাতীয় ডক্টরস ডে-তে কেন্দ্রকেও ছুটি ঘোষণার অনুরোধ মমতার৷

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সমস্ত প্রথম সারির স্বাস্থ্য কর্মীদের স্যালুট জানাতে চাই। তাঁদের অবদানকে সম্মান জানাতেই ওই দিন পূর্ণ দিবস রাজ্য সরকারি দফতর ছুটি থাকবে।’

মমতা এদিন বলেন, ‘এই বাংলা থেকেই চিকিৎসক দিবস পালন শুরু হয়েছিল । এটা আমাদের গর্ব। আর এই সময়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা যে ভাবে জীবন বাজি রেখে কাজ করছেন তা অতুলনীয় ৷’ 

পাশাপাশি এদিন থেকেই রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যে বিশেষ টেলি মেডিসিন পরিষেবা চালু করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের বাড়িতে থেকে ফোনেই ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার ৷ বর্তমানে এর জন্য ১২টি নম্বর ১ জুলাই থেকে চালু করবে রাজ্য৷ পরে প্রতি রাজ্যের জন্য আলাদা আলাদা নম্বরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতি জেলার জন্য একটি আলাদা নম্বরের ব্যবস্থা করবে রাজ্য যার মাধ্যমে টেলিফোনের মাধ্যমেই ডাক্তারের পরামর্শ নিতে পারবেন ঘরে বসেই।