করোনা, আম্ফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাংলা। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন। আম্ফানের ফলে সুন্দরবনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, সেই ক্ষতি মেটাতে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি, এদিন পরিযায়ী শ্রমিকদের নিয়েও বলেন তিনি। পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। 

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন- 

  • ‘বিদ্যুৎ দফতর ভাল কাজ করছে’
  • ‘কয়েকটা জায়গায় জল জমে থাকায় সমস্যা হচ্ছে’

  • ‘দক্ষিন ২৪ পরগনা জেলার জয়নগর, মথুরাপুর, ক্যানিং’
  • ‘হাওড়া, বাদুড়িয়া, সন্দেশখালিতে কাজ চলছে’

  • ‘৬ তারিখ একটা জোয়ার আছে, প্লাবনের আশঙ্কা’
  • ‘বাঁধ সারানোর সাধ্যমতো চেষ্টা চলছে’

  • ‘আম্ফানের ফলে অনেক নৌকো ভেঙে গিয়েছে’
  • ‘মৎস্য দফতর থেকে ছোট নৌকোর ক্ষেত্রে ১০ হাজার টাকা সাহায্য করা হবে’

  • ‘ছোট নৌকোর ক্ষেত্রে ১০ হাজার টাকা করে সাহায্য করা হবে’
  • ‘আম্ফানের ফলে সুন্দরবনের অনেক ক্ষয় হয়েছে’
  • ‘সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা’
  • ‘পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা চলছে’

  • ‘কেউ কেউ বলছে বাংলা নাকি ঢুকতে দেয়নি। বাংলা ঢুকতে না দিলে, এত লোক এল কীভাবে?’
  • ‘১০ জুনের মধ্যে সাড়ে ১০ লক্ষ মানুষ বাংলায় ঢুকছে’

  • ‘লকডাউনের আগে পরিকল্পনা করে ফেরত পাঠালে এই সমস্যা হত না’
  • ‘পরিযায়ী শ্রমিকদের কাছে কোনও সাহায্য যায়নি’

  • ‘ফেরার সময় পরিযায়ী শ্রমিকদের থেকে ভাড়াও নিচ্ছিল’
  • ‘পরিযায়ী শ্রমিকদের জন্য শুধু বাংলাই ভাড়া দিয়েছে’

  • ‘বাসে, ট্রেনে আনতে গিয়ে ১১ কোটি টাকা খরচ হয়েছে’
  • ‘পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিনের জন্য প্রতিদিন ৩ কোটি করে খরচ’