করোনা আবহের মাঝেই বিজেপির রাজ্য কমিটি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০২১ এর বিধানসভাকে পাখির চোখ করে রাজ্য কমিটিতে বড় ধরণের পরিবর্তন করা হল। একুশের ভোটের আগে দলের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করার জন্য অনেক আগেই বার্তা দিয়ে গিয়েছিলেন অমিত শাহ, জগত্প্রকাশ নাড্ডারা। যত গুরুত্ব পেয়েছেন দিলীপের ঘনিষ্ঠ পুরনোরা, ততই স্বীকৃতি পেয়েছেন মুকুল রায়ের বৃত্তে থাকা বিজেপিতে নবীন নেতারা।
বিজেপি সূত্রে খবর, এখন যে কমিটি ঘোষণা হয়েছে তা নিয়ে ঐকমত্য তৈরি হচ্ছিল না অনেক দিন ধরেই। সেই সময়ে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে বলা হয় পুরভোটের আগে আগে নতুন কমিটি গঠন না করাই ভাল। স্থগিত রাখা হয় প্রক্রিয়া।
দিলীপ ঘোষের বক্তব্য, 'আমাদের কাছে কে কাজের লোক সেটা বড় কথা। কাছের লোক বলে রাজনীতিতে কিছু হয় না।'
বিজেপির নতুন রাজ্য কমিটি এক নজরে
সভাপতি-
শ্রী দীলিপ ঘোষ
সহ সভাপতি
সুভাষ সরকার
বিশ্বপ্রিয় রায়চৌধুরী
প্রতাপ ব্যানার্জি
রাজকমল পাঠক
বাপি মিত্র
রিতেশ তেওয়ারী
জয়প্রকাস মজুমদার
অর্জুন সিং
অনিন্দ্য ব্যানার্জি
দীপেন প্রামানিক
ভারতী ঘোষ
মাফুজা খাতুন
সাধারণ সম্পাদক
সায়ণতন বসু
লকেট চ্যাটার্জি
জ্যোতির্ময় মাহাতো
সঞ্জয় সিং
রথীন্দ্রনাথ বসু
সম্পাদক
তুষার মুখার্জী
দিপাঞ্জন গুহ
বিবেক সনকার
সব্যসাচী দত্ত
ফাল্গুনী পাত্র
তনুজা চক্রবর্তী
সংহমিত্রা চৌধুরী
সর্বরী মুখার্জী
অরুণ হালদার
তুষার ঘোষ
মহিলা মোর্চা
অগ্নিমিত্রা পাল
যুব মোর্চা
সৌমিত্র খাঁ
কিষান মোর্চা
মহাদেব সরকার
এসসি মোর্চা
দুলাল বর
এসটি মোর্চা
খগেন মুর্মু
সংখ্যালঘু মোর্চা
আলী হোসেন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊