Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাবধান! আপনার ফোনে এই অ্যাপ থাকলে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট


বর্তমানে নগদ লেনদেনের থেকে অনলাইন ব্যাঙ্কিং এর জনপ্রিয়তা বেড়েছে অনেকগুন। স্মার্টফোনের মধ্যে UPI পেমেন্টের সুবিধা আসায় এই অনলাইন লেনদেন আরও সুবিধা হয়েছে। যদিও এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন প্রতারনার ঘটনাও। 

আর তাই অনলাইন প্রতারনার বিষয়ে গ্রাহকদের সতর্ক করার জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ট্যুইটে SBI এর তরফে মোবাইলে কোনও Unverified App ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তারা জানিয়েছে এই ধরনের অ্যাপের মাধ্যমে প্রতারকরা আপনার মোবাইলে নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি আপনার কনট্যাক্ট, পাসওয়ার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যেতে পারে।


SBI এর তরফে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে:
  • ১) যে কোনও অ্যাপ ইনস্টল করার আগে সেই অ্যাপ সম্পর্কে ভালো করে জেনে নিন। 
  • ২) নিজের মোবাইলে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাপই ডাউনলোড করা উচিত। 
  • ৩) কোনও নতুন অ্যাপকে পারমিশন দেওয়ার আগে সাবধান থাকুন।
  • ৪) নিজের ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য কোথাও শেয়ার করা উচিত নয়।
  • ৫) স্মার্টফোন নিয়মিত আপডেট করুন।
  • ৬) বিনামূল্যের স্ক্রিনসেভার এড়িয়ে চলুন কারণ এতে ইনবিল্ট রিস্ক রয়েছে ।


Ad Code