Latest News

6/recent/ticker-posts

Ad Code

অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার রায়ঢাক নদীতে


রবীন্দ্রনাথ বর্মন, তুফানগঞ্জঃ 

তুফানগঞ্জ ২নং ব্লকের অন্তগত বাশরাজা ২খন্ড কদমগুড়ি শালবাড়ি ১গ্রাম পঞ্চায়েতএলাকার রায়ডাক নদীতে শনিবার দুপুর নাগাদ গরু বাধতে গিয়ে স্থানীয় বাসিন্দা লক্ষী বর্মন, এক অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃত দেহ দেখতে পায় রায়ঢাক নদীতে। এই ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃত দেহটিকে এলাকার মানুষ কেউই চিনতে পারছেন না। তারপর খবর দেওয়া হয় বক্সিরহাট থানায়। 

বক্সিরহাট থানার পুলিশ খবর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় এবং পুলিশ এসে অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃত দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য । 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code