১৫ই জুন গভীর রাতে ভারত-চীন সীমান্তের পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের মুখোমুখি সংঘর্ষ নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,‘চিন আমাদের সীমান্ত পেরোতে পারেনি।চিন আমাদের কোনও সেনা চৌকিও দখল করতে পারেনি। ২০জন সেনা শহিদ হয়েছেন। কিন্তু যারা ভারত মাতাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।’
ভারতের অংশ চিনের আগ্রাসনের কাছে সমর্পণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইটারে মোদিকে নিশানা করে এমনই আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ শনিবার রাহুল ট্যুইটারে লেখেন, 'চিনের আগ্রাসনের কাছে ভারতের অংশ সমর্পণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ কেন আমাদের জওয়ানরা শহিদ হলেন? তাঁদের কোথায় হত্যা করা হল?'
PM has surrendered Indian territory to Chinese aggression.— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2020
If the land was Chinese:
1. Why were our soldiers killed?
2. Where were they killed? pic.twitter.com/vZFVqtu3fD
এরপরেই ভারত-চিন সীমান্তে চিনের হামলায় আহত এক জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রাহুলকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অমিত শাহের ট্যুইট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, গত ১৫ জুন ভারত-চিন সীমান্তে সংঘর্ষে আহত এক ভারতীয় জওয়ানের বাবা রাহুল গান্ধির কাছে আবেদন জানাচ্ছেন, সীমান্তে তৈরি উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজনীতি করবেন না৷
ট্যুইট করে অমিত শাহ লিখেছেন, 'একজন বীর সেনা জওয়ানের বাবার এই বক্তব্যই রাহুল গান্ধির কাছে সুস্পষ্ট বার্তা দিচ্ছে৷ যখন গোটা দেশ একজোট , রাহুল গান্ধির উচিত নোংরা রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবার পাশে দাঁড়ানো৷'
A brave armyman’s father speaks and he has a very clear message for Mr. Rahul Gandhi.— Amit Shah (@AmitShah) June 20, 2020
At a time when the entire nation is united, Mr. Rahul Gandhi should also rise above petty politics and stand in solidarity with national interest. https://t.co/BwT4O0JOvl
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊