Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা সংকটে বেসরকারি স্কুল গুলো ফি না বাড়ানোর আবেদন মুখ্যমন্ত্রীর


করোনা সংক্রমণের জেরে সারা দেশ জুড়ে লক ডাউন চলায় সংকটে সাধারন মানুষ। এই সংকটকালে বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাইভেট স্কুলগুলোর কাছে অনুরোধ, বেশি ফি নেবেন না। টিচারদের মাইনে, স্কুল মেনটেনেন্স, দারোয়ানের মাইনে - সাধারণ ছাত্রছাত্রীদের পরিবারের পকেট যাতে কাটা না হয়, সেটা দেখুন।

তিনি আরও বলেন, এইসময়ে স্কুল ফি বাড়ানো উচিত নয়। ফি বাড়ানো আমরা সমর্থন করছি না। সামাজিক দায়বদ্ধতা বেসরকারি স্কুলেরও আছে। ৩ মাস তো লাইব্রেরি, কম্পিউটার ব্যবহার হয়নি।

একইসঙ্গে, এটাও মনে করিয়ে দেন, কেউ বলছেন কোনও ফি দেব না, এটা ঠিক নয়। তাঁর মতে, স্কুলকেও তো শিক্ষকদের বেতন দিতে হবে। কিন্তু স্কুলের ফি না বাড়িয়ে, আগেরটাই নিন। পরামর্শ মুখ্যমন্ত্রীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code