SER-10,ময়নাগুড়ি, ৫ জুন : গত চার মাস ধরে পৃথিবীর মানুষ যখন করোনার তাণ্ডবে গৃহবন্দি ঠিক সে'সময়ই প্রকৃতিতে ফিরেছে নতুন প্রাণ। প্রকৃতির ওপর চালানো অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরতে শ্বাস ফেলছে । এই বাস্তবতা থেকে নতুন করে শিক্ষা নিচ্ছে মানবজাতি । তবে সেই শিক্ষা করোনার পরও থাকবে কিনা সেটিই এখন দেখার বিষয়।
মানবজাতি কি আজও জানে জীব বৈচিত্র্য ধ্বংস হলে ভারসাম্য হারাবে পরিবেশের? যার ফলে বিরাট ক্ষতির মুখে পড়তে হতে পারে গোটা মানব সমাজকে । এখনই সচেতন না হলে পরে করোনার থেকে বড়ো মহামারি হানা দেবে তখন মানবজাতি পারবে কি সামলাতে?
অর্থনৈতিক কর্মকান্ড চালাতে গিয়ে মানুষই পরিবেশের ক্ষতি করছে। বেড়েই চলেছে গ্রিন হাউজ গ্যাস নি:সরণ। বাড়ছে তাপমাত্রা, কমছে অক্সিজেন,বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এর মতো প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে বারবার এর ফলেই ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য।
এবার করোনা আবহের মধ্য দিয়েও জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে বিশ্ব পরিবেশ দিবস পালন করলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নগর ইউনিটের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
ময়নাগুড়ি নগর ইউনিট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র নেতা অমিত বসাক,ময়নাগুড়ি নগর সহ সম্পাদক অলক রায় সহ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সকল সদস্য নিজের বাড়িতেই বৃক্ষরোপণ করে।
ময়নাগুড়ি নগর সহ সম্পাদক অলক রায় বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ না করাতে শুধু পরিবেশের ভারসাম্যই নষ্ট হচ্ছে না সাথে আমরাও আমাদেরও জীবনকে ধ্বংস করছি। তাই আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তা শপথ গ্রহণ করি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যেক এ নিচে পাঁচটি করে নতুন বৃক্ষরোপণ করব। এবং জনসাধারণকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উৎসাহিত করব। এছাড়াও নিজেদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস কর্মসূচি অনুযায়ী পালন করব ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊