মালদার কালিয়াচক পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৫০৯ গ্রাম ব্রাউন সুগার, সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে। জানা গেছে, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের একজন নারায়ন পুরের সরিফুল শেখ ও অপর জন সেরসির রাজিকুল।
ব্রাউন সুগার টাকার পাশাপাশি নম্বর প্লেট ছাড়া একটি স্কুটি ও ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ। ধৃত দুই জনেই কালিয়াচক থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।
সূত্রের খবর, দুজনের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা করা হয়েছে।
Social Plugin