SER-23, বাঁকুড়া, ২৮জুন:

বেশ কয়েকদিন ধরেই পেট্রোল ডিজেলের দাম উর্দ্ধমুখী। অপর দিকে বাসে উঠলেও আমজনতাকে গুনতে হচ্ছে বেশি ভাড়া। 

এরই প্রতিবাদে পথে নামল বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন সকালে তারা একটি গোরুর গাড়িতে একটি বাইক চাপিয়ে এবং একটি চারচাকা গাড়িতে দড়ি বেঁধে   টানতে টানতে   বাঁকুড়া-দুর্গাপুর জাতীয় সড়কের উপর বড়জোড়ায় বিক্ষোভ মিছিল করে ।

এছাড়া তারা, আম্ফান মোকাবিলায় মোদি সরকার কম সহায়তা করছে বলেও অভিযোগ তোলেন ।

বিস্তারিত ভিডিওতে-