করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে চলছে লক ডাউন। সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করার নিধান দেওয়া হয়েছে সারা দেশে। এর জেরে স্থগিত করা হয়েছে লিখিত, সাক্ষাৎকারসহ বোর্ডের সমস্ত কাজ। 

ইউপিএসসি ২০২০ পরীক্ষার তারিখ ২০ মে ঘোষণা করা হবে বলে জানা গেছে। আরও বিশদ বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার নতুন পরীক্ষার তারিখ এই মাসের ২০ তারিখে ঘোষণা করা হবে।

সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার নতুন পরীক্ষার তারিখ এই মাসের ২০ তারিখে ঘোষণা করা হবে।

এই পরীক্ষাগুলিতে যে কোনও পুনঃনির্ধারণের বিবর্তনশীল পরিস্থিতির প্রয়োজনে ইউপিএসসির ওয়েবসাইটে অবহিত করা হবে বলে জানা গেছে। সম্মিলিত মেডিকেল সার্ভিসেস পরীক্ষা, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল সার্ভিস এক্সামিনেশন ২০২০ এর জন্য ইতিমধ্যে ডিপারটমেন্ট নোটিশ পোস্ট করা হয়েছে। ২০২০ সালের সিএপিএফ পরীক্ষার তারিখগুলি ইউপিএসসির ওয়েবসাইটেও জানানো হবে। জাতীয় প্রতিরক্ষা একাডেমি (এনডিএ -১) পরীক্ষা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। এনডিএ -২ পরীক্ষার বিষয়ে একটি সিদ্ধান্ত বিজ্ঞপ্তির আকারে ১০ই জুন ২০২০ জানানো হবে বলে জানা গেছে।