Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিবেকানন্দ মডেল স্কুলের ক্লাস চলছে অনলাইনে


পুন্ডিবাড়ী বিবেকানন্দ মডেল স্কুলের পরিচালনায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য শুরু হয়েছে you tube চ্যানেলের মাধ্যমে অনলাইন ক্লাস। করোনা ভাইরাসের সংক্রমণে বর্তমানে এক কঠিন সময় মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে।সরকার ঘোষনা করেছে 10ই জুন অবধি বিদ্যালয় বন্ধ থাকবে।এই দীর্ঘ সময়ে ছাত্র-ছাত্রীরা যেন পড়াশোনা করে যেতে পারে সেজন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ নির্দিষ্ট রুটিন অনুযায়ী প্রতিদিন ক্লাস করে যাচ্ছেন এবং ছাত্র-ছাত্রীদের বাড়ির কাজ দিচ্ছেন ,এর ফলে ছোটো ছোটো পড়ুয়াদেরও পড়ার প্রতি আগ্রহ বাড়ছে এবং ঘরে বসে you tube চ্যানেল দেখে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন,যতদিন পর্যন্ত এই কঠিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলতে থাকবে। আমাদের প্রত্যেকদিনের ক্লাস সুষ্ঠভাবে সম্পন্ন হচ্ছে।আশা করছি ছাত্র-ছাত্রীরাও উপকৃত হবে।

Ad Code