Latest News

6/recent/ticker-posts

Ad Code

করাচি বিমান দুর্ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভিতে, দেখুন সেই ভিডিও


শুক্রবার পাকিস্তানের করাচিতে জনবসতি পূর্ণ এলাকায় ভেঙে পড়ে বিমান। জানা গেছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান এ ৩২০ এই দুর্ঘটনার সম্মুখীন হয়।। এক কিলোমিটার দূরত্বে বিমানবন্দর, তাঁর আগেই কটি বাড়িতে বিমানের লেজের অংশ ধাক্কা খেয়ে বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় থাকা একটি বাড়ির সিসিটিভিতে ধরা পড়েছে হাড় হিম করা সেই দৃশ্য। করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। ৯৭ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।
সিন্ধপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আজরা পেচহোকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, “আমরা এখনও বুঝতে পারছি না, ৯৭ জন যাত্রীই বিমানে ছিলেন কিনা, অথবা তাঁরা ওই এলাকার বাসিন্দা কিনা, কারণ বিমানটি ভেঙে পড়ার ফলে অনেকগুলি বাড়ি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে”।আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছে তিনজন যাত্রী।

Ad Code