আজ দিনহাটা SDO অফিসে বিজেপি টিচার সেলের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে এক ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবী অবিলম্বে নূর আলম হোসেন কে গ্রেপ্তার করতে হবে এবং তাকে কঠোর শাস্তি দিতে হবে। 

প্রসঙ্গত গত ০৩/০৫/২০২০ তারিখে তৃণমূল কংগ্রেসের দিনহাটার দাপুটে নেতা নূর আলম হোসেনের বিরুদ্ধে দিনহাটার এক শিক্ষিকা ধর্ষণের মামলা দায়ের করে। কিন্তু পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে নূর আলম হোসেন যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে অথচ তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ বিজেপি টিচার্স সেলের। তাই অবিলম্বে যাতে তাকে গ্রেফতার করা হয় এই জন্য আজ তাদের এই ডেপুটেশন। 

বিজেপি টিচার সেলের পক্ষ থেকে তপু সরকার জানান অবিলম্বে নূর আলমের কঠোর শাস্তির ব্যবস্থা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে।

অপরদিকে আজ সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানান- চিঠির সদুত্তর মেলেনি তাই আজ থেকে যতদিন পর্যন্ত তার বিরুদ্ধে উঠা অভিযোগের  নিষ্পত্তি হবে না, মহামান্য কোর্ট থেকে ক্লিনচিট পাবে না ততদিন পর্যন্ত তাকে দলের সমস্ত পদ থেকে এমনকি সাধারণ সদস্য পদ থেকেও অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত করা হলও।"

বিস্তারিত ভিডিওতে-