দীর্ঘ হয়েছে লক ডাউন, তৃতীয় পর্যায়ে লক ডাউন চলবে ১৭ ই মে পর্যন্ত l চল্লিশ হাজার পেরিয়েছে আক্রান্ত, মৃতও বেড়েছে, কিন্তু আশার আলো এগারো হাজারের মত সম্পূর্ণ করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন l কিন্তু এই লক ডাউনে কর্মহীন বহু মানুষ, সব থেকে বিপাকে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলি l সমাজের এই মানুষগুলির পাশে বারবার পাশে দাঁড়িয়েছেন দিনহাটা মহকুমার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় মন্ডল l হরিজন সমাজ, কর্মহীন কাঠ মিস্ত্রী, সাফাই কর্মী, ছিটমহল বাসিন্দা, নিষিদ্ধ পল্লীর শিশু থেকে পৌরোহিত্য করে সংসার চালানো পুরোহিতদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন অজয় বাবু l 

এই লক ডাউনে যাদের দোকান একেবারে নিষিদ্ধ সারা দেশ জুড়ে সেই ক্ষৌরকারদের পাশে দাঁড়ালেন তিনি l দিনহাটার এরকমই ৬০ টি ক্ষৌরকার পরিবারের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী l চিকিৎসকের এই মহান উদ্যোগে সমাজে বার্তা পৌঁছে যাচ্ছে" সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে "l 

চিকিৎসক ডাঃ অজয় মন্ডল জানান, লক ডাউন চলাকালীন সমাজের প্রত্যেক অসহায় মানুষের পাশে দাঁড়াবেন ও আগামী দিন গুলিতে এইভাবেই মানুষের পাশে থাকবেন l চিকিৎসকের এই উদ্যোগে খুশি ক্ষৌরকার সম্প্রদায় l