করোনা পরিস্থিতিতে জারি হওয়া লকডাউনে দোকানপাট সব বন্ধ। পরিস্থিতি বিচার করে কিছু নিয়ম শিথিল করলেও দোকানপাট খোলার সময়সীমা বেঁধে দেওয়া আছে। ফলে সমস্যায় পড়েছেন বই প্রেমীরা। একে তো ঘরবন্দী জীবন তার ওপর সাথে নেই প্রিয় সাথী বই। ক্ষতি হয়েছে বই বিক্রেতাদেরও। কলকাতার কলেজ স্ট্রিট চত্ত্বরে যারা বই বিক্রি করে পেট চালান তাঁদের দুমাস ধরে বিক্রি বন্ধ। এই সমস্যার মধ্যেই মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে জুড়ে বসলো রাক্ষুসে ঘূর্ণিঝড় আমফান।
মঙ্গলবারের ঝড়ের তান্ডবে নিশচিহ্ন হয়ে গেছে কলেজস্ট্রিটের বহু দোকান। বইপাড়া জলে থৈ থৈ করছে। রাস্তার এপ্রান্ত থেকে ওপ্রান্তে ভেসে আছে নার্সারির ছড়ার বই, মজাদার গল্পের বই থেকে শুরু করে সিভিল সার্ভিস পরীক্ষার বই। ঝড় পরবর্তী সময়ে বিক্রেতারা এসে ভিজে যাওয়া বই গুলি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।
এক বই বিক্রেতা বলেন, "বই নিত্যপ্রয়োজনীয় জিনিস না হওয়ায় গত প্রায় দুমাস ধরে দোকান বন্ধ হয়ে আছে। আমরা হোম ডেলিভারী ও দিতে পারছি না কারণ ক্রেতারা এখানে এসে বই দেখে পছন্দ করে কিনে নিয়ে যায়।"
ফুটপাতে বইয়ের পসার সাজিয়ে বসা বিক্রেতাদের মাথায় হাত। কিছুই অবশিষ্ট নেই আর। তাদের মধ্যে অনেকেরই নতুন করে শুরু করার সামর্থ্য নেই আর। অনেক দোকান বিক্রি করে দিয়ে গালামাল এর দোকান দেওয়ার চিন্তাভিভাবনা শুরু করে দিয়েছে।
অন্বেষা পত্রিকা ও প্রকাশনের সম্পাদক শিবু দাস জানান, কয়েক লক্ষ টাকার বই অন্বেষার গোডাউনেই নষ্ট হয়ে গেছে, লক ডাউন চলার জন্য প্রেস পাড়ার(বৈঠক খানা) গোডাউন থেকে বই অন্যত্র সরাতে পারিনি। জানলা ভেঙে যায় ঝড়ে, সঙ্গে গোডাউনে জল ঢুকে যায়, সব বই মেঝেতে পড়ে নষ্ট হয়ে গেছে। দুপুরের পর জল নামতে শুরু করে, তারপর দেখা যায় টেবিল থেকে শুরু করে সব মেঝেতে পড়ে আছে, আর বইগুলো ভিজে একাকার। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোটাই চ্যালেঞ্জ। আমরা জানি সরকারি কোন সাহায্য আমাদের মত সংস্থা পাবে না। তাই বইপ্রেমীদের কাছে আমরা আহ্বান করেছি, আপনারা সাধ্যমত আমাদের পাশে দাঁড়ান।
অন্বেষা পত্রিকা ও প্রকাশনের সম্পাদক শিবু দাস জানান, কয়েক লক্ষ টাকার বই অন্বেষার গোডাউনেই নষ্ট হয়ে গেছে, লক ডাউন চলার জন্য প্রেস পাড়ার(বৈঠক খানা) গোডাউন থেকে বই অন্যত্র সরাতে পারিনি। জানলা ভেঙে যায় ঝড়ে, সঙ্গে গোডাউনে জল ঢুকে যায়, সব বই মেঝেতে পড়ে নষ্ট হয়ে গেছে। দুপুরের পর জল নামতে শুরু করে, তারপর দেখা যায় টেবিল থেকে শুরু করে সব মেঝেতে পড়ে আছে, আর বইগুলো ভিজে একাকার। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোটাই চ্যালেঞ্জ। আমরা জানি সরকারি কোন সাহায্য আমাদের মত সংস্থা পাবে না। তাই বইপ্রেমীদের কাছে আমরা আহ্বান করেছি, আপনারা সাধ্যমত আমাদের পাশে দাঁড়ান।
Social Plugin