Latest News

6/recent/ticker-posts

Ad Code

আরও এক নক্ষত্র পতন, চলে গেলেন আমিরের সহযোগী


করোনা আবহেই আরও এক নক্ষত্র পতন। চলে গেলেন আমির খানের সহ অভিনেতা সাই গুন্ডেওয়ার। মাত্র ৪২ বছর বয়সে মস্তিষ্কের কর্কটরোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আমেরিকায় লস অ্যাঞ্জেলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ২ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। 

'পিকে' ছাড়াও 'রক অন', 'ডেভিড' ইত্যাদি ছবিতেও অভিনয় করেন তিনি। 

মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখ এই খবর জানিয়ে শোক প্রকাশ করে লেখেন, 'অভিনেতা সাইপ্রসাদ গুন্ডেওয়ার, যিনি 'পিকে'র মতো ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন, ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগত এক দক্ষ অভিনেতাকে হারাল।'

Ad Code