মানুষের পাশে যাদবপুর 'গরফা প্রেরনা ফাউন্ডেশন'
বিগত ৪ বছর ধরে বিশেষভাবে সক্ষমদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি তাদের মুখে কিছুটা হাসি ফোঁটাতে কাজ করে চলেছে যাদবপুর গরফার স্কুল গরফা প্রেরণা ফাউন্ডেশন।এবার পৃথিবীর এই কঠিন সময়ে যাদবপুরের কামারপাড়ার কিছু কচিকাঁচাদের পাশে দাঁড়ালো প্রেরণা। ১০০ জন কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হল ১ প্যাকেট করে পাউরুটি,মুড়ি, বিস্কুট, ম্যাগি এবং ১টি করে ডিম।
এদিন উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল মৌসুমী ভৌমিক, সহকারী প্রিন্সিপাল কল্লোল নস্কর, বর্ষীয়ান শিক্ষিকা কোয়েলি পাল সহ আরও অন্যান্যরা। এই সময়ে যেভাবে গরফা প্রেরণা ফাউন্ডেশন মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অনেকেই। প্রিন্সিপাল মৌসুমী ভৌমিক জানালেন,'বর্তমানে আমরা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের যতটুকো সামর্থ্য তা দিয়েই এই ছোট ছেলে-মেয়েদের জন্য কিছু করার চেষ্টা করেছি।'
![]() |
Cooming soon.... |
Social Plugin