উত্তরের গুণী সুজন সাধন সিংহ
শুভাশিস দাশ
কোচবিহার জেলার সীমান্তবর্তী মহকুমা শহর দিনহাটা আর এই মহকুমার প্রান্তিক সীমান্ত ঘেঁষা অঞ্চল বামনহাটে বসে যে মানুষটি নিরলস ভাবে সংস্কৃতিকে লালন করে চলেছেন তিনি হলেন উত্তরের বিশিষ্ট গুনী সাধন সিংহ । সাধন সিংহ এর আড়ালে চাপা পড়ে গেছে তাঁর আসল নাম ' তাঁরা সাধন সিংহ ' ।
সে যাই হোক । যখন মিডিয়ার দাপট ছিল না , ছিলনা নিয়ন বাতির আলো , ঝিঁ ঝিঁ ডাকা গ্রামের লন্ঠন এর আলোয় স্কুল ঘরে চালাতেন নাটকের রিহার্সাল । হাতে গোনা দু চারজন । থেমে যান নি । ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে সংস্কৃতির জন্য লড়ে গেছেন এই নাট্য ব্যক্তিত্ব । শুধু তাই নয় সাধন দার কবিতাও দাগ কেটে যায় ।
উত্তরবঙ্গের বহু স্থানে তাঁর নাটক প্রদর্শিত হয়েছে । এই বয়সেও থেমে যান নি ।
পুরস্কারের কথা তুললেই তিনি বলেন এই বয়সে এসেও মানুষের ভালবাসা আমাকে বেশী করে উত্সাহিত করে তাই এই ভালবাসা হলো আসল পুরস্কার ।
সাধন সিংহ তাঁর সাহিত্য নাট্য চর্চায় মগ্ন থাকুন সমাজের জন্য আমাদের শুভেচ্ছা রইলো তাঁর জন্য ।
Social Plugin