করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলন । 


আড্ডা অনেক মারতে পারবেন-একসাথে ক্যারাম খেলার অনেক সুযোগ পাবেন। নিজেদের বাড়িতে আটকে রাখুন। অনুগ্রহ করে রাস্তায় আড্ডা মারা বন্ধ করুন। এভাবেই জানালেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী জানান- "আমরা বিপদের মধ্যে আছি, যে যা পারবেন সাহায্য করুন। আপনারা সাধ্যমত আমাদের পাশে দাঁড়ান, আপনার ছোট্ট অনুদান ও আমাদের কাছে অনেক বড়ো অনুপ্রেরণা যোগায়। কেন্দ্রের হাতে পাঁচশো কোটি, হাজার কোটি অনুদান দেওয়ার লোক আছে যা আমাদের কাছে নেই। আপনার দেওয়া এক পয়সাও আমাদের কাছে অনেক।" 

ঘরে থাকুন, লকডাউনকে সফল করতেই হবে। অত্যাবশ্যকীয় পণ্য বাজারে মিলছে, অযথা ভিড় করবেননা। দূরত্ব বজায় রেখে চলুন। অনেকের ফুসফুস, কিডনি, হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, চিন্তা করবেন না। চিকিৎসা করেন ভালো হয়ে যাবেন।  ঘরে থাকুন, প্রশাসনকে সাহায্য করুন, ঘরে থেকেই 99% আটকানো যাবে l" 

অনেক রাজ্য সরকারি কর্মচারিরা এখনো বেতন পাননি। রাজ্যের এই দুরবস্থায়ও তাঁদের বেতন দেয়া হচ্ছে।

কোনোরকম সন্দেহ হলে নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখতে পারেন, অথবা আমাদের আইসোলেশন কেন্দ্র রয়েছে। এটা ভয়ের কিছু নয়, 'just like' নিজের বাড়ি। 

মিডিয়ার উদ্দেশ্য বলেন- " লাফিয়ে লাফিয়ে আক্রান্ত বাড়ছে এই বলে আতঙ্ক ছাড়াবেন না, যতক্ষণ সরকার ঘোষণা না করছে এইসব বলবেন না । মিডিয়ার উদ্দেশ্যে বলেন, "Please behave like a responsible citizen of a country" অযথা আতঙ্ক ছড়াবেন না। সঠিক খবর জেনে তারপর সেটা নিয়ে খবর করবেন।"