চারিদিকে এখন একটা ভয়। আর সেই ভয়ের নাম করোনা আতঙ্ক। পৃথিবী জুড়ে চলছে লকডাউন। মানুষ এখন গৃহবন্দী। তবে প্রতিটি দেশের সরকার, প্রতিটি রাজ্যের সরকার প্রানপন লড়াই করে চলেছে এই রোগকে হারানোর জন্য। সরকারের পক্ষ্ থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। গরীব মানুষরা সবাই এখন খাদ্যের জন্য চিন্তিত।
আজ তৃণমূল যুব'র পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয় আপার বাগডোগরায়। ব্লক সহ সভাপতি পার্থ প্রতিম রায় জানান- "৫০টি পরিবার কে সাহায্য করা হলো। আগামীতে আরও করা হবে। আমরা সব মানুষের পাশে পৌঁছে যাব।"
এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার যুব সভাপতি বিকাশ সরকার, যুব ব্লক সভাপতি পঙ্কজ রায়, ব্লক সহ সভাপতি পার্থ প্রতিম রায় ও অন্যান্য নেতৃত্ব।
Social Plugin