করোনা ভাইরাসে জেরবার দেশ। করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে দেশ জুড়ে চলছে ২১ দিনের লক ডাউন। এর মাঝেও করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর জেরেই ভারত সরকার ফের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে কীভাবে নিজের তৈরি মাস্ক বানানো যায় এবং তা ব্যবহার করতে পারেন তাও বলা হয়। এর আগে জ্বর, সর্দির লক্ষণ থাকলে তবেই মাস্ক ব্যবহার করতে বলেছিল স্বাস্থ্য মন্ত্রক। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা স্বাস্থ্যকর্মীদেরও মাস্ক ব্যবহার ব্যবহার করতে বলেছিল স্বাস্থ্য মন্ত্রক।
করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে সেই নির্দেশ থেকে সরে এসেছে স্বাস্থ্য মন্ত্রক। এবার সবাইকে বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পরার নির্দেশ দিল কেন্দ্র। তবে সার্জিক্যাল মাস্কের প্রয়োজন নেই, ঘরে তৈরি মাস্ক পরলেই হবে বলে জানানো হয়েছে।
তবে মাস্ক ব্যবহার করার সময়, অবশ্যই ওই ব্যক্তিকে সাবান বা অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজারগুলি দিয়ে নিজের হাত ধুয়ে নিতে হবে। মাস্ক ব্যবহার করার সময় মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতেও জানানো হয়েছে।
Social Plugin