সারা দেশে চলছে ২১ দিনের লক ডাউন, এর মধ্যেই শহর গ্রামের বাজারগুলিতে ভীড় যাতে না হয় সেদিকে প্রশাসনের চলছে নজরদাড়ি l কিন্তু জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্যে প্রত্যেকদিনই বাইরে বেরোতে হচ্ছে তাই এই পরিস্থিতিতে জনগণের সুবিধার্থে দিনহাটা মহকুমা শাসকের উদ্যোগে চালু হল হোয়াটসআপ হোম ডেলিভারী l
এই পরিষেবাকে কার্যকরী করার জন্যে এগিয়ে এসেছে অশ্বমেধ, অশ্বমেধ একটি সামাজিক সংস্থা, যে সংস্থা নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন সব্জী, ফল, ওষুধ, গালামাল ও পাঠ্যসামগ্রী পৌঁছে দেবে দিনহাটা পৌরসভা এলাকার বাড়ী বাড়ী l
শুধুমাত্র হোয়াটস্যাপ এর মাধ্যমে আপনি আপনার কী দরকার ম্যাসেজ করে দেবেন আপনার বাড়ী পৌঁছে যাবে আপনার প্রয়োজনীয় সামগ্রী যা আপনি নায্য মূল্যে ক্রয় করতে পারবেন l অশ্বমেধের কর্মকর্তা দীপায়ন চক্রবর্তী ও অমিত দাস জানান নয় জন স্বেচ্ছাসেবী এই কর্মকান্ডে যুক্ত রয়েছেন, তাঁদের উদ্দেশ্য এই করোনা মহামারীতে জনগণের যাতে কোনো অসুবিধা না হয় সেই উদ্দেশ্য নিয়েই তাঁরা এগিয়ে এসেছেন, ব্যবসা নয় সমাজ সেবাই তাঁদের মূল লক্ষ্য l এই ব্যবস্থাকে দিনহাটা শহরে বাসিন্দারা স্বাগত জানিয়েছেন l
Social Plugin