বহু রাজ্য ও রাজ্য বোর্ড ঘোষণা করে দিয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে। সারা দেশে ছড়িয়ে থাকা পড়ুয়া ও তাদের অভিভাবকরা অপেক্ষায় ছিল এমনই কোনও নির্দেশের। অবশেষে শিক্ষা মন্ত্রকের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নিল সিবিএসই তথা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেওয়া হবে সিবিএসই-র (CBSE) প্রথম থেকে অষ্টম শ্রেণির সব পড়ুয়াকে। 

নবম ও একাদশ শ্রেণির ক্ষেত্রে প্রোজেক্ট, পিরিয়ডিক টেস্ট, টার্ম এগজ্যাম ইত্যাদি খতিয়ে দেখে পাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এক বিবৃতিতে বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘‘প্রথম থেকে অষ্টম শ্রেণিক সমস্ত পড়ুয়াকে পরের শ্রেণি/গ্রেডে উত্তীর্ণ করে দেওয়া হবে। এনসিইআরটির সঙ্গে আলোচনা করে এই নির্দেশিকা জারি করা হল।''

একমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য শুধুমাত্র প্রধান বিষয়গুলির ওপরই পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ যে বিষয়গুলো পরবর্তী উচ্চশ্রেণীর জন্য একান্ত প্রয়োজন। এবং বাকি বিষয়গুলির ওপর কোনো পরীক্ষা নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধা মতো পরীক্ষাগুলি নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।



এর আগে এদিনই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখলিয়াল ‘নিশাঙ্ক' টুইট করে জানান তিনি সিবিএসই-কে পরামর্শ দিয়েছেন সমস্ত প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াকে পরবর্তী শ্রেণি/ গ্রেডে উত্তীর্ণ করিয়ে দিতে।