একদিকে সংকটে দেশ। করোনা সংক্রমণের জেরে ২১ দিনের লক ডাউন চলছে দেশে। দিন এনে দিন খাওয়া দঃস্থ পরিবারগুলোর খাবার যোগান হারিয়ে গেছে। তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। এরই মাঝে শুনশান বাজারের সুবিধা নিয়ে চলছে চুরি। 

সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী বাজারে গত রাতে একটি দোকান চুরি যায়। জানা গেছে গালামালের এই দোকানে প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকার মাল ছিল। যেহেতু লক ডাউন সন্ধ্যেবেলা থেকেই শুনশান থাকে বাজার। রাত যতই গভীর হয় ততই আরও বেশি করে শুনশান একদম জনহীন হয়ে পড়ে। আর সেই সুযোগেরই ব্যবহার করে চোর। দোকানে থাকা টাকা- পয়সা, ইনভাটারসহ বেশ কিছু খাদ্য সামগ্রীও চুরি গেছে। জানা গেছে, দোকানের মালিকের নাম প্রশান্ত সাহা। দিনহাটা থেকে এসে এই বাজারে দোকান করে। 

খবর পেয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পোঁছায় দিনহাটা থানার পুলিশ। কে বা কারা এই চুরির সাথে যুক্ত তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। পাশাপাশি অন্যান্য দোকানের মালিকরা আর যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার আর্জি জানান প্রশাসনকে। 

পাশাপাশি দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে এ আর নতুন কিছু নয় আগেও হতো দোকান চুরি। তবে এরকম সংকটময় দিনে চুরির ঘটনা নিয়ে বেশ চিন্তিত অন্যান্য দোকানদারেরা।